যোগাযোগ মাধ্যম, নিয়ন্ত্রন মাধ্যম


সোশ্যাল মিডিয়া যে আমাদের নিয়ন্ত্রন করে, তার প্রমাণ হল সামাজিক যোগাযোগের মাধ্যমগুলো ব্যবহারের কারণে আমাদের মধ্যে সৃষ্টি হওয়া নানান তাড়না। ছবি তোলার তাড়না, ছবি পোস্ট করা তাড়না। গসিপ খোঁজা, গসিপ করা, গসিপ আরেকজনকে জানানোর তাড়না। প্রতিটা তুচ্ছ থেকে তুচ্ছ, ক্ষুদ্র থেকে ক্ষুদ্র বিষয়ে মন্তব্য করা, ইনভেস্টেড হওয়া, গা ভাসানোর তাড়না। কথা বলা, শোনা আর ফেরি করার তাড়না।

সালাফদের একজন বলেছিলেন, একজন পুরুষের সামনে দিয়ে যখন একজন নারী হেটে যায়, তখন সে তার দিকে তাকায়। যদিও সে জানে এতে তার বিন্দুমাত্র লাভ নেই। এ কথা তো আমাদের জন্য প্রযোজ্যই, সাথে এটুকুও প্রযোজ্য –

একজন মানুষের নিউযফিডে নতুন কিছু ভেসে ওঠে, আর সে ঐ বিষয় নিয়ে মজে যায়। যদিও সে জানে এতে তার বিন্দুমাত্র লাভ নেই।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *