যারা বিশ্বাস করে সুইডিশ পার্লামেন্টের সামনে কয়েকদিন প্ল্যাকার্ড নিয়ে দাঁড়িয়ে থেকে গ্রেটা থানবার্গ টাইম ম্যাগাযিনের কাভারে চলে এসেছে। যারা বিশ্বাস করে নারীমুক্তি আর শিক্ষার জন্য অবদান রেখে মালালা ইউসুফজাই নোবেল পেয়েছে। যারা বিশ্বাস করে জাতিসংঘ শান্তিরক্ষা বাহিনী আসলে শান্তিরক্ষার খাতিরেই একটুআধটু রেইপ করে ফেলে –
তারা এটাও বিশ্বাস করবে যে ফজলে আবেদ হাসান দরিদ্রের বন্ধু। তৃতীয় বিশ্বের দরিদ্রদের নিয়ে হাউস অফ উইন্ডসরের এতোই মাথাব্যাথা যে দারিদ্র বিমোচনে ভূমিকার জন্য তারা ফজলে আবেদকে ডেকে এনে ‘স্যার’ উপাধি দিয়েছে।
পৃথিবীতে এধরনের কিছু মানুষ থাকবে। কিছু করার নাই। আমাদের সময়ে এদের সংখ্যা বেশি। এই আরকি।