জনআকাঙ্ক্ষা ও জামাআত – মৌলিক আপত্তি কোথায়?


জামায়েতে ইসলামীর একজন বহিস্কৃত নেতা ‘জন আকাঙ্ক্ষার বাংলাদেশ’ (এবি পার্টি) নামে একটি নতুন রাজনৈতিক দল শুরু করেছেন। ফেইসবুকের বিভিন্ন পোস্ট-কমেন্ট দেখে মনে হল পুরনো দলের সমর্থকদের দিক থেকে নতুন দলকে নিয়ে বিরোধিতা, তাচ্ছিল্য, হাসিঠাট্টা করা হচ্ছে। এ বিরোধিতার কারণটা কী জামায়াতে ইসলাম থেকে বের হয়ে নতুন একটা দল তৈরি করা? নাকি আদর্শিক?

মাক্বাসিদ তো ইনসাফ, মুক্তি, মানবতা, অধিকার, কল্যাণ রাষ্ট, সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ ইত্যাদি, তাই না? সেটা কোন দলের নামে হচ্ছে সেটা তো ইস্যু না। ‘ইসলামী’ দলের বদলে সুশীল নামের দল দিয়ে হলেও তো কোন সমস্যা নাই। শরীয়াহ যদি মিনস টু অ্যান এন্ড হয়, তাহলে উদ্দেশ্য অর্জন করতে পারলেই তো হল। অনেক রাস্তা আছে, আপনি গন্তব্যে পৌছাতে পারছেন কোনটা দিয়ে সেটাতে ফোকাস করুন।

একে-পার্টি, আন-নাহদা ইত্যাদিকে আইকন মেনে, ক্বারদ্বাউয়ি, রাইসুনি, রমাদ্বানদের ফ্রি-স্টাইল মাক্বাসিদ আশ-শরীয়াহর ব্যাখ্যাকে গ্রহণ করার পর জন আকাঙ্ক্ষার আদর্শিক বিরোধিতা কোন জায়গা থেকে করা হচ্ছে? এতোদিন ধরে ঘোরলাগা চোখে যাদের দিকে তাকিয়ে থাকা, কয়েকটা হুকুমের ক্ষেত্রে সীমাবদ্ধ না রেখে ‘জন আকাঙ্ক্ষা’ তাদের দর্শনের লজিকাল বাস্তবায়নে গেছে।

দল, ৭১- এরকম কিছু ইস্যু ছাড়া, মৌলিক আপত্তি কোন জায়গায়?


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *