রিমাইন্ডার: বিক্ষিপ্ত


নিজের মতের বিরুদ্ধে নির্দেশ আসার আগে আনুগত্যের পরীক্ষা হয় না।

যে কষ্টে মানুষ অভ্যস্ত না, সেটা আসার আগে সবরের পরীক্ষা হয় না।

ব্যক্তিগতভাবে আহত হবার আগে আদবের পরীক্ষা হয় না।

নিজ স্বার্থ বা ইগোর প্রশ্ন না হলে ইনসাফের পরীক্ষা হয় না।

তীব্র ক্রোধ ছাড়া আত্মসম্বরণ আর ধৈর্যের পরীক্ষা হয় না।

একসাথে ব্যবসা ও ভ্রমণ ছাড়া কোন মানুষকে সত্যিকার ভাবে চেনা যায় না।

ফিতনাহ না আসলে অনেক মানুষেরই প্রকৃত চেহারা দেখা যায় না।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *