আহমাদ ইবনু মুহাম্মাদের পক্ষ থেকে সাঈদ ইবনু ইয়াক্বুব এর প্রতি-
দুনিয়া হল ব্যাধি। এবং সুলতান (ক্ষমতাসীন ব্যাক্তি) হল ব্যাধি। আলিম হলেন চিকিৎসক। কাজেই যখন দেখবেন কোন চিকিৎসক নিজের দিকে রোগ টেনে আনছে, তার ব্যাপারে সতর্ক হোন।
আপনার ওপর শান্তি বর্ষিত হোক।”
খিলাফত এবং ইসলামের বিজয়ের যুগে আমাদের ইমাম এবং সালাফগণ পরস্পরকে এভাবে শাসকের নিকটবর্তী হবার ব্যাপারে সতর্ক করতেন।
অন্যদিকে আজ, তাওয়াগ্বিত এবং গাদ্দারদের যুগে কুরআন-হাদীস মুখস্থ করা, টুপি আর পাগড়ীওয়ালা মাওলানার শাসকের চারপাশে ভিড় করে যেভাবে আবর্জনার চারপাশে মাছি ভিড় করে। আর এভাবে তারা উলামার বদলে উমালায় (এজেন্ট/দালাল) পরিণত হয়।