সালাফিয়্যাহ এবং মডারেট সালাফি


আমাদের ‘দ্বীনি সার্কেল’ এর মধ্যে জেনারেল লাইন থেকে আসা সালাফি বলে পরিচিতদের সাইযেবল একটা অংশ আসলে ইমাম আহমাদ, শাইখুল ইসলাম ইবনু তাইমিয়্যাহ আর ইমাম ওয়াল মুজাদ্দিদ মুহাম্মাদ ইবনু আব্দুল ওয়াহ্‌হাব রাহিমাহুমুল্লাহ এর আক্বিদা, আদর্শ ও মানহাজের অনুসারী না। এমনকি শায়খ নাসিরুদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ এর উসুলেও এদেরকে সালাফি বলা যায় না। এরা হল মুহাম্মাদ আব্দুহ, জামালুদ্দিন আফগানী, রাশিদ রিদার উসুলে সালাফি।

এই সালাফিয়্যাহ হল মাযহাব বিরোধিতা, সুবিধাবাদের ফিকহকে ধার্মিকতার পোশাক পড়ানো, অ্যামেরিকার বানানো মডারেট ইসলামকে মধ্যপন্থা বলে প্রচার করা, আক্বল দিয়ে আক্বিদা-আহকাম বোঝা আর যদু-মধু-রাম-শাম সবাইকে মুফাসসির আর মুজতাহিদ বানানো। দ্বীনের সুপ্রতিষ্ঠিত, সন্দেহাতীত বিষয়গুলোকেও তাই এরা ইচ্ছেমতো ইখতিলাফি বিষয় বানাতে চায়।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *